Subscribe

Powered By

http://www.mobilephonetalk.com

Powered by Blogger

Wednesday, November 28, 2012

Teletalk 3G Bangladesh Download Speed Review

Teletalk 3G Bangladesh Download Speed Review Teletalk using 3g HSPDA technology. Getting 80-130 KBps in mirpur. But there network to bad because less hspda slots to connect. when you are disconnected from hspda its take 30 sec to 2 minutes for reconnecting. you can find some good reviews from other members on my forum here: Teletalk-3G-Bangladesh-Download-Speed
there current package :

Sunday, June 3, 2012

TeleTalk Going To Lunch 3G Or 4G July 2012

Posts and Telecommunications Minister Rajiuddin Ahmed Raju categorically said the government would launch the 3 G (third-generation ) mobile service in the country by July next. The telecommunications minister made the disclosure in a meeting with Deputy Secretary General of International Telecommunication Union (ITU) Houlin Zhao held at his office in the city. Mentioning the developments of ICT sector during incumbent government, he said, “In the last three years the numbers of internet users increased by 3 percent to 18 percent.” He also informed that telephone and mobile phone users increased to 53 percent from 25 percent and band width limit increased from 7 gigabyte to 85 gigabyte. On January 31, he said, “The fourth-generation (4 G) technology phone network will be launched soon in Bangladesh and there is a possibility of reducing mobile call charge after completing the cost modeling project implemented by the assistance of International Telecommunication Unit (ITU).”

Tuesday, March 20, 2012

Learn PHP Basic In Bangla

Learn PHP Basic In Bangla Thanks MITHU

পি এইচ পি কোচিং [পর্ব-১] :

ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্টের জগত অনেক বিশাল ও ব্যাপক। এই জগতেরই একটি অংশ হচ্ছে ওয়েব প্রোগ্রামিং । বিভিন্ন ধরনের ওয়েব প্রোগ্রামিং ল্যংগুয়েজ আছে পৃথিবীতে। তার মধ্যে সবচেয়ে বেশি ও বহুল প্রচলিত ল্যাংগুয়েজ পি এইচ পি।

পি এইচ পি কি ?

সহজ কথায় পি এইচ পি একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটি ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। ছিলাম । প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । পি এইচ পি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

পি এইচ পি যেকোনো অপারেটিং সিস্টেমে চলে। যেমন উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি।

পি এইচ পি শেখার জন্য যা যা লাগবেঃ

এপাচি ওয়েব সার্ভারঃ এটি ইন্সটল করলে আপনি নেট ডিসকানেক্টেড থাকা অবস্থায়ও পি এইচ পি তে কাজ করতে পারবেন। অর্থাৎ, এটির মাধ্যমে আপনি অফলাইনে কাজ করতে পারবেন।

Mysql Database: এটি একটি ডাটাবেস। ডাটাবেস হল, আপনি আপনার ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট যোগ করেন বা যা কিছু লেখেন সবই হল ডাটা আর এসব ডাটার স্টোররুমই হল ডাটাবেস। Mysql তেমনই একটি ডাটাবেস। সব ল্যাংগুয়েজ সব ডাটাবেসে কাজ করে না। পি এইচ পি যে ডাটাবেসে কাজ করে তার নাম Mysql. এছাড়াও Informix, Oracle, Sybase, Solid, PostgreSQL, Generic ODBC এসব ডাটাবেসেও পি এইচ পি কাজ করে।

Mysql ডাটাবেস ও এপাচি ওয়েব সার্ভার একসঙ্গে XAMPP নামের একটি সফটওয়্যারে থাকে। আপনি এই সফটওয়্যারটি ইন্সটল করে আপনার পিসিতে Apache এবং Mysql ডাটাবেস চালু করতে পারেন।

লেটেস্ট ভার্সনের XAMPP ডাউনলোড করুন এখান থেকে।

ডাউনলোডের পরে সাধারণভাবেই ইন্সটল করুন,ইন্সটল করার সময় নিচের মত একটি পেজ আসলে তাতে নিচের মত করে install apache as service এবং install mysql as service চেকবক্সে এ চেক করুন। ফলে apache ও mysql সার্ভিস চালু হবে।

Filezilla সিলেক্ট করতেও পারেন,নাও করতে পারেন।

ইন্সটল করার পর xampp কন্ট্রোল প্যানেল চালু করতে চাইলে তা চালু করেন। ফলে নিচের মত পাবেন।


এই কন্ট্রোল প্যানেলে আপনাকে অবশ্যই apache ও mysql চালু রাখতে হবে কাজ করার জন্য।

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে কাজ করার পরিবেশ তো তৈরি করলেন। এখন প্রোগ্রাম কোথায় লিখবেন ? চক দিয়ে কোনো কিছু লিখতে গেলে যেমন স্লেট লাগে, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ লেখার জন্য তো তেমনই একটা সফটওয়্যার দরকার যা লেখার মাধ্যম হিসেবে কাজ করবে। বন্ধুরা, এর জন্যও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। যেমন নেটবিনস(NETBEANS) তেমনই একটি সফটওয়্যার। তবে সফটওয়্যারে কাজ করার আগে প্রাথমিক অবস্থায় নোটপ্যাডে কাজ করা ভাল। এতে পি এইচ পি ভালভাবে রপ্ত করা যাবে। পি এইচ পি তে লেখা যেকোনো প্রোগ্রাম নোটপ্যাডে লিখে তা .php ,phtml এক্সটেনশান দিয়ে সেভ করতে হয়। .phtml এক্সটেনশান দিয়ে সেভ করার কারণ হচ্ছে একটি পিএইচপি স্ক্রীপ্টে সাধারণত পিএইচপি আলাদা অবস্থায় থাকে না,এর সাথে এইচটিএমএল ও থাকে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো তা হল, যে কোনো ব্রাউজারে যখন কোনো লেখা প্রদর্শিত হয় তা মূলত একটি html স্ক্রীপ্ট,আপনি ঐ স্ক্রীপ্টে যত পি এইচ পি কন্টেন্টই রাখুন না কেন,ব্রাউজারে প্রদর্শনের সময় পুরো পেজটার html হিসেবেই দেখানো হয়।

আসুন একটি প্রোগ্রাম দেখি।

নোটপ্যাড ওপেন করে নিচের কোড গুলো লিখুন


echo "say hello to my little friend";
?>



প্রোগ্রাম থেকে নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, html ও php এ দুটি একই সাথে একটি স্ক্রীপ্টে কাজ করে।

পি এইচ পি কোচিং : পর্ব-২ :

বন্ধুরা,ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্টে ওয়েব প্রোগ্রামিং এর ভূমিকা ব্যাপক ও বিশাল। আর ওয়েব প্রোগ্রামিং এ পি এইচ পি কে সবচেয়ে বহুল জনপ্রিয় ল্যাংগুয়েজ হিসেবে গণ্য করা হয়। সম্পূর্ণ ওপেন সোর্স ল্যাংগুয়েজ এই জনপ্রিয়তার একটি কারণ।


পি এইচ পি কোচিং এর প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম, পি এইচ পি কি, পি এইচ পি শিখতে প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে। সেখানেই আমি বলেছিলাম নেটবিনস সফটওয়্যারের কথা। তবে এ সফটওয়্যারটি ইন্সটল করতে আরেকটি সফটওয়্যারের প্রয়োজন। এটা ডাউনলোড করতে পারেন এখান থেকে।

উপরের সফটওয়্যারটি ইন্সটল করার পরে নেটবিনস ডাউনলোড করার পালা। এর জন্য এখানে ক্লিক করুন।

এবারে পি এইচ পি তে কাজ করার পালা। এর জন্য প্রথমেই আপনাকে এপাচি ওয়েব সার্ভার পিসিতে চালু করতে হবে। সেই সাথে MySQL ডাটাবেসও চালু রাখতে হবে। এপাচি ওয়েব সার্ভার আপনাকে অফলাইনেও নেট কানেক্টেড থাকার মত পরিবেশ সৃষ্টি করবে যার ফলে আপনি পি এইচ পি তে কাজ করতে পারবেন। আর MySQL হল ডাটাবেস যেখানে আপনার তৈরি করা সাইটের ডাটা জমা থাকে। পি এইচ পি MySQL ডাটাবেস সাপোর্ট করে।

ডেস্কটপ থেকে XAMPP এর আইকনে ক্লিক করে XAMPP কন্ট্রোল প্যানেল রান করুন। এবং Apache ও MySQL চালু করুন।



এখন আপনার এপাচি ওয়েব সার্ভার চালু আছে। আপনার তৈরি করা পেজটি এপাচি ওয়েব সার্ভারে রান করার জন্য যে ওয়েব পেজটি আপনি তৈরি করছেন তা C ড্রাইভে অবস্থিত XAMPP ফোল্ডারের ভেতরে htdocs নামের ফোল্ডারে রাখতে হবে।

কোনো ওয়েব পেইজে পি এইচ পি আলাদাভাবে অবস্থান করে না। এইচ টি এম এল স্ক্রীপ্টের মধ্যেই এর কোড লেখা হয়। ব্রাউজার যখন পেজটি রান করে তখন এর ভেতরের সমস্ত কন্টেন্টকেই এইচটিএমএল স্ক্রীপ্ট হিসেবে প্রদর্শন করে। নিচের কোডটি দেখুন






echo “hello world”;

?>





এই কোডটি একটি নোটপ্যাডে লিখে সি ড্রাইভে অবস্থিত Xampp ফোল্ডারের ভেতরে htdocs ফোল্ডারে রাখুন এবং যেকোনো নামে সেভ করুন। আমার তৈরি করা এই ফাইলের নাম দিলাম sample.php

এখন ব্রাউজারের এড্রেসবারে http://localhost/sample.php টাইপ করলে নিচের মত আউটপুট পাওয়া যাবে।



এড্রেসবারে localhost বলতে আপনার পিসিতে অবস্থিত htdocs ডিরেক্টরীকেই বোঝানো হয়।

মূলত পি এইচ পি এর যেকোনো প্রোগ্রাম এভাবেই সার্ভার ডিরেক্টরীতে সেভ করে রান করতে হয়।

পি এইচ পি সিনট্যাক্সঃ

উপরের প্রোগ্রামটি আরেকবার দেখুন। পি এইচ পি সিনট্যাক্স সম্পর্কে মোটামুটি একটা ধারনা পাবেন।

যে কোনো পি এইচ পি কোড শুরু করতে হয় লিখে। অবশ্য
পি এইচ পি কোড মূলত লিখতে হয় ও ট্যাগের মধ্যে।

পি এইচ পি তে লেখা প্রতিটি লাইনের পরে “;” দিতে হয়।

পি এইচ পি কোচিং: [পর্ব-৩] :

গতপর্বে আমি বলেছিলাম ওয়েব সার্ভার চালু না থাকলে পি এইচ পি রান করবে না। আসলে ওয়েব সার্ভার কি?
ওয়েব সার্ভার কি এবং কিভাবে কাজ করে?

সাধারণ কথায়, ওয়েব সার্ভার হল একটি কম্পিউটারের মধ্যে অবস্থিত প্রোগ্রাম যার কাজ হল পৃথিবীর অন্য কম্পিউটারগুলোকে তাদের রিকোয়েস্টের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য প্রদান করা। বুঝতে পারছেন না?

ধরুন, একটি কম্পিউটারে ইন্টারনেট কানেকশান আছে। তাতে এমন একটি সফটওয়্যার ইন্সটল করা আছে যার নাম ওয়েব সার্ভার। এই সফটওয়্যারের কাজ হল প্রয়োজনীয় ওয়েব পেজ,যা তাকে সরবরাহ করা হয় তা তার মধ্যে জমা রাখা অর্থাৎ ওয়েব পেজ সেভ করে রাখা। পৃথিবীতে নেট কানেক্টেড থাকা অন্যান্য কম্পিউটারের মধ্যে কিছু কম্পিউটারের ব্রাউজার থেকে সার্ভার সফটওয়্যার ইন্সটল করা কম্পিউটারে রিকোয়েস্ট আসলো তাদের কে যেনো কোন অমুক ওয়েব সাইটের তমুক পেজটি দেখতে দেয়া হয়। ব্রাউজার যে পেজটি দেখতে চায়,এই রিকোয়েস্টটি পাঠানোর সময় সে পেইজের ওয়েব এড্রেস বা URL এড্রেসও সার্ভার সফটওয়্যার যুক্ত কম্পিউটারে পাঠায়।

তখন সার্ভার যুক্ত কম্পিউটারের সার্ভার সফটওয়্যারটি ওই রিকোয়েস্ট চেক করে এবং সেই রিকোয়েস্টে উল্লেখ করা URL address বিশিষ্ট পেজ তার সংগ্রহে আছে কিনা তা চেক করে। যদি ওয়েবপেইজটি পাওয়া যায় তবে ঐ ওয়েবপেইজটিকে এইচটিএমলে ডকুমেন্ট আকারে আবার সেই ব্রাউজারবিশিষ্ট পিসিতে প্রেরন করে যে পিসির ব্রাউজার তাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। আর ব্রাউজার এই ডকুমেন্টের এইচটিএমএল কন্টেন্টগুলোকে প্রসেস করে পেইজ আকারে স্ক্রীনে প্রদর্শন করে। আর পেইজ যদি না থাকে, তবে “page not found” অথবা “page unavailable” এধরনের নোটিশ পাঠায়।

উল্লেখ্য যে সকল পিসি থেকে রিকোয়েস্ট আসে তাদের বলা হয় ক্লায়েন্ট পিসি।


মূলত এটিই হল সার্ভার এর কাজ। আর এ ধরনেরই সার্ভার সফটওয়্যার হচ্ছে এপাচি ওয়েব সার্ভার। আর পি এইচ পি ল্যাংগুয়েজ এপাচি সার্ভারেই সবচেয়ে ভালো কাজ করে। আর সেই সাথে খুশির বিষয় হল, পৃথিবীতে যত সার্ভার কোম্পানী আছে তাদের ৬০%ই এপাচি সার্ভার ব্যবহার করে।
পিএইচপি(সার্ভার সাইড স্ক্রীপ্টিং ল্যাংগুয়েজ) ও জাভাস্ক্রীপ্ট ল্যাংগুয়েজঃ

এবার আসুন জানি অমুক সার্ভারে পি এইচ পি ভালো কাজ করে কথাটি দিয়ে কি বুঝায় ? আসলে ব্যাপারটি হচ্ছে, পিএইচপি অন্য সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মত হলেও এটি মূলত কাজ করে সার্ভারের উপস্থিতিতে উক্ত সার্ভারের সাথে যৌথভাবে এবং এ ল্যাংগুয়েজের মাধ্যমে প্রদত্ত কমান্ড বা ইন্সট্রাকশান সার্ভারের মাধ্যমে সম্পন্ন করে।

একারণে সার্ভার থাকা অবস্থাতেই এ ল্যাংগুয়েজ সক্রিয় হয়। অন্যকোনো ল্যাংগুয়েজ যেমন,জাভাস্ক্রীপ্ট ল্যাংগুয়েজ এ লেখা প্রোগ্রাম রান করার জন্য কোনো সার্ভার লাগে না, কারণ এর কাজ সার্ভারের সাথে সম্পর্কিত নয়। এর কাজ সম্পর্কিত হল ব্রাউজারের সাথে। মোটকথা পিএইচপি ল্যাংগুয়েজ এর প্রসেসিং হয় সার্ভারের মাধ্যমে আর জাভাস্ক্রীপ্ট ল্যাংগুয়েজের প্রসেসিং হয় ব্রাউজারের মাধ্যমে। তাই, পি এইচ পি কে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বলা হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টকে বলা হয় ব্রাউজার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।

পিএইচপি কোচিং : পর্ব-৪ :

বিগত পর্বগুলোতে আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টীং ল্যাংগুয়েজ, ব্রাউজার সাইড স্ক্রিপ্টীং ল্যাংগুয়েজ ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। আজ চলুন একটি কোড দেখি।

একটি নোটপ্যাডে নিচের কোডটুকু লিখুন।






echo "hello";

?>





এখন নোটপ্যাডটিকে যেকোনো নাম দিয়ে .php এক্সটেনশান দিয়ে সেভ করুন। আমি নাম দিয়েছি sample.php

এখন sample.php ফাইলটাকে c ড্রাইভের xampp ফোল্ডারের htdocs ফোল্ডারে সেভ করুন। এর ফলেই ফাইলটা আপনার সার্ভারে রয়েছে বলে ধরে নেয়া হবে। এখন ব্রাউজারে http://localhost/sample.php লিখলে নিচের মত পাবেন।




কোডটি দেখে আপনারা হয়ত কিছুটা অবাকও হচ্ছেন। হয়তো ভাবছেন, পিএইচপি কোথায়। এতো আপনাদের চিরচেনা এইচটিএমএল কোড। বন্ধুরা, আসলে পিএইচপি কোড কোনো আলাদা স্ক্রীপ্টে লেখা হয়না। এটি এইচটিএমএল এর সাথে এমবেড করা থাকে। একটি ওয়েব স্ক্রীপ্ট বা ডকুমেন্ট যখন সার্ভারে সেভ করা থাকে তখন এতে বিভিন্ন ধরনের কোড থাকতে পারে। হতে পারে তা পিএইচপি কোড বা এইচটিএমএল কোড। এই পেইজটিকে যখন ব্রাউজার দেখার জন্য সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, তখন সার্ভার চেক করে দেখে যে,ঐ ডকুমেন্টে কোনো পিএইচপি কোড আছে কিনা। যদি না থাকে তবে,অর্থাৎ যদি শুধুমাত্র এইচটিএমএল কোড থাকে তবে ঐ ডকুমেন্টটি বা পেজটি সাধারণভাবেই সার্ভার ব্রাউজারে প্রেরণ করে একটি সিম্পল প্লেইন এইচটিএমএল স্ক্রীপ্ট। কিন্তু যদি পিএইচপি কোড থাকে তবে ঐ পেইজটি ব্রাউজারে প্রেরণ করার পূর্বে সার্ভার ঐ পেইজের পিএইচপি কোড বা ইন্সট্রাকশান অনুসরন করে এবং সেই অনুযায়ী আউটপুট বের করে যা এইচটিএমএল রূপে পেইজে এটাচড হয় অর্থাৎ পিএইচপি কোড থাকলেই সার্ভার ঐ কোডকে ট্রান্সলেট করে তৈরি করে সিম্পল এইচটিএমএল স্ক্রীপ্ট।

আমরা জানি যেকোনো ব্রাউজারের অপশন বার থেকে পেজ সোর্স দেখা যায়। আপনি যদি উপরের কোডের পেজ সোর্স দেখেন তবে আপনি যা দেখবেন তা হবে নিচের মত।



দেখতেই পাচ্ছেন সোর্সের মধ্যে পুরো কোডটাই এইচটিএমএল। কোনো পিএইচপি কোড নেই,অথচ আপনি ঠিকই পিএইচপি কোড লিখেছিলেন (উল্লেখ্য, আমাদের কোডে এর মধ্যে লেখা কোডই পিএইচপি কোড)। তাহলে কোডটি গেল কোথায়। বন্ধুরা, এই কোডটি আসলে সার্ভার আগেই ট্রান্সলেট করেছে বা কম্পাইল করে সে অনুযায়ী এইচটিএমএল আউটপুট তৈরি করে পুরো ডকুমেন্টকেই এইচটিএমএল ডকুমেন্টে পরিণত করেছে যা আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।

পিএইচপি কোচিং: পর্ব-৫ :

বন্ধুরা, গতপর্বে আমরা দেখেছিলাম পিএইচপি কোডের কাজ করার পদ্ধতি। আসুন আমরা নিজেরা এবার কোনো পিএইচপি কোড লিখি।


পিএইচপি কোড আপনি যেকোনো জায়গায় লিখতে পারেন একটি এইচটিএমএল স্ক্রীপ্টের মধ্যে। ট্যগের মধ্যে অথবা ট্যগের মধ্যে যেকোনো জায়গায়। নিচের কোডটি দেখুন।






echo "hello everybody";

?>





এখানে এর মধ্যে যা কিছু লেখা হয়েছে সবই পিএইচপি কোড।

পিএইচপি কোড শুরু করতে হয় এর মাধ্যমে।

প্রতিটী লাইনকে একেকটি স্টেটমেন্ট বলা হয়। পিএইচপিতে প্রতিটা লাইনের পরে ";" দেয়া ভালো। যেমন

echo "hello everybody";

এখানে echo একটি ফাংশন যার কাজ হল যেকোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শন করা। যেমন , এখানে "" এর মধ্যে আবদ্ধ hello everybody কে ব্রাউজারে প্রদর্শন করা হচ্ছে।

এর বাইরে যা কিছু আছে তাকেই মূলত ব্রাউজার এইচটিএমএল কোড বলে ধরে নেয়।

পিএইচপি কেস সেনসিটিভ নয়। অর্থাৎ, ছোট বড় যেকোনো হাতের লেখাই চলবে। তবে ছোট হাতের লেখাই শ্রেয়।

কিছুক্ষন আগে আমি বলেছি, echo ফাংশনের কথা। আপনারা হয়তো ভাবছেন,ফাংশন আবার কি জিনিস। ফাংশন মূলত প্রোগ্রামিং এ কমান্ডের কাজ করে। একেক ফাংশনের কাজ একেক রকম। যেমন, কোনো ফাংশন যেকোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শনের কাজ করে,যেমন echo ফাংশন। আবার কোনো ফাংশন ব্রাউজারে তারিখ বা সময় প্রদর্শন করে। ইত্যাদি।

পিএইচপি কোচিং: পর্ব-৬ :

বন্ধুরা, আজ আমরা দেখব পিএইচপিতে কিভাবে কমেন্ট করা যায়। চলুন কথা বা বাড়িয়ে শুরুই করে দিই।

যেকোনো কোড লেখার পরে ঐ কোড পরবর্তীতে অন্য কারো মাধ্যমে আপডেট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তার বা অন্য কারো যেনো কোডটি বুঝতে সমস্যা না হয় তাই কোডের পাশে কমেন্ট যোগ করার সুবিধা দেয়া হয় যেকোনো প্রোগ্রামে।

পিএইচপি কোডে কমেন্ট করা জন্য "//" ব্যবহার করা হয়। যেমন, নিচের উদাহরনটি দেখু্ন।



//this is comment


echo "hello everybody";

?>





লক্ষ্য করুন, এই কোডে ২য় কোডে "//" এর পরে this is comment কথাটি লেখা হয়েছে, কিন্তু তবুও কোডটি রান করার পরেও ব্রাউজারে লেখা প্রদর্শিত হবে না।

তবে আপনি যদি একাধিক লাইনে কমেন্ট করতে চান তবে কমেন্টের শুরুতে /* এবং শেষে */ দিলেই হয়ে যাবে। উক্ত কমেন্ট ব্রাউজারে প্রদর্শিত হবে না। যেমন,



/*this is comment

the comment is running

the comment is here too*/


echo "hello everybody";

?>





বন্ধুরা, আজ এ পর্যন্তই। হ্যাপি পিএইচপি লার্নিং।

পিএইচপি কোচিং: পর্ব-৭ :

বন্ধুরা গতপর্বে আমরা কমেন্ট করা সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জানব ভেরিয়েবল সম্পর্কে। প্রথমেই যে প্রশ্নটি মনে জাগতে পারে তা হল ভেরিয়েবল কি? আসুন জানার চেষ্টা করি।


ভেরিয়েবলকে তুলনা করতে কোনো একটি পাত্রের সাথে। পাত্রে যেমন কোনো কিছউ রাখা বা সংরক্ষন করা যায়, তেমনি ভেরিয়েবলেও ডাটা রাখা যায় এবং প্রয়োজনে ঐ ডাটা ফেলে নতুন ডাটাও রাখা যায়। যেকোনো প্রোগ্রামে ভেরিয়েবল ব্যবহার করার পূর্বে তা ডিক্লেয়ার করে কপাইলারকে জানিয়ে দিতে হয় যে, উক্ত নামে একটি ভেরিয়েবল ব্যবহার করা হবে। তবে পিএইচপি এর ক্ষেত্রে ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে হয়না। শুধুমাত্রা ভেরিয়েবলের নামের আগে "$" দিতে হয়, তবেই পিএইচপি বুঝে নেয় যে, এটি একটি ভেরিয়েবল। যেমন ,

$hel

$skl

$a

উপরে দেখানো প্রতিটি শব্দই একেকটা ভেরিয়েবল কারণ এদের নামের আগে $ যোগ করা হয়েছে।
ভেরিয়েবলের নাম যেকোনো কিছু হতে পারে। kodu,modhu সব। তবে এদের নামের আগে $ সাইন দিতে হবে অর্থাৎ $kodu, $modhu এভাবে লিখতে হবে।
ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস থাকতে পারবে না। যেমন $u ssl . এটা কোনো ভেরিয়েবল নয়। কারণ এর নামের স্পেস আছে।
ভেরিয়েবলের নামে "_" আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। যেমন,$asd_af

এতক্ষন আমরা দেখলাম ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে হয় এবং নাম লেখার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরন করতে হয়। আসুন এবার দেখি, পিএইচপিতে ভেরিয়েবলে ডাটা নির্ধারণ করতে হয় কিভাবে। নিচের দেখুন,

$v=123;

মূলত এভাবেই ভেরিয়েবলে ডাটা নির্ধারণ করতে হয়। এখানে v নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেই সাথে এর মান হিসেবে ১২৩ নির্ধারণ করা হয়েছে।

আসুন এবার একটি প্রোগ্রাম দেখি। নিচের কোডটুকু লক্ষ্য করুন।






$b=123;

echo $b;

?>





এটি নোটপ্যাডে লিখে sample.php নামে htdocs ফোল্ডারে সেভ করে ব্রাউজারে http://localhost/sample.php লিখে রান করলে নিচের মত পাবেন।



কেন এমন আউটপুট আসলো ? ভাবতে থাকুন।

পিএইচপি কোচিং: পর্ব-৮ :

বন্ধুরা, গতপর্বে আমরা জেনেছিলাম ভেরিয়েবল সম্পর্কে আর এ প্রসংগে বলতে গিয়ে একটি উদাহরন দেখিয়েছিলাম। আসুন উদাহরনটা আরেকবার দেখি।






$b=123;

echo $b;

?>

এখানে পিএইচপি কোড অংশে প্রথমে $b=123; এর মাধ্যমে $b এর মাধ্যমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এই ভেরিয়েবলের মান নির্ধারন করা হয়েছে 123. পরের লাইনে echo ফাংশনের মাধ্যমে $b ভেরিয়েবল ব্রাউজারে প্রদর্শন করাতে বলা হয়েছে। $b ভেরিয়েবল প্রদর্শন করার অর্থ হচ্ছে এতে সংরক্ষিত মান প্রদর্শন করা। $b ভেরিয়েবলে 123 মান আছে। তাই echo $b স্টেটমেন্টের ফলে ব্রাউজারে 123 সংখ্যাটি প্রদর্শিত হবে।

বন্ধুরা, ডাটাতো অনেক ধরনের হতে পারে। ডাটা হতে পারে কোনো পূর্ণসংখ্যা, হতে পারে দশমিকবিশিষ্ট সংখ্যা অথবা হতে পারে শুধুমাত্র এক বা একাধিক বর্ণ বা শব্দ বা এক বা একাধিক বাক্য। পিএইচপিতে কোন ধরনের ডাটা রাখা হচ্ছে তা একে বলে দিতে হয়না। পিএইচপি নিজেই তা ঠিক করে নেয়। এটি পিএইচপি এর একটি সুবিধা।

আমি বলেছি, ডাটা হয় বিভিন্ন রকম। তা সংখ্যা বা বর্ণ/শব্দসমষ্টি হতে পারে। পিএইচপিতে বর্ণ বা শব্দসমষ্টিকে স্ট্রিং টাইপ ডাটা বলা হয় এবং স্ট্রিংকে "" এর মধ্যে লেখা হয় নিচের মত।

"hello world"

এখাএ hello world পুরোটাই একটা স্ট্রিং যাকে "" এর মধ্যে লেখা হয়েছে। এই স্ট্রিংকে আপনি ভেরিয়েবলে সংরক্ষন করতে পারেন নিচের মত।

$var="hello world";

আসুন একটি প্রোগ্রাম দেখি যেখানে এই ভেরিয়েবলের মাধ্যমে এই লেখাটিকে ব্রাউজারে প্রদর্শন করা হবে।






$var="hello world";

echo $var;

?>





এখানে echo ফাংশনের মাধ্যমে $var ভেরিয়েবলে সংরক্ষিত ডাটাকে ব্রাউজারে প্রদর্শন করতে বলা হয়েছে আর $var ভেরিয়েবলে hello world ডাটা নির্ধারন করা হয়েছে $var="hello world"; এর মাধ্যমে।

বন্ধুরা আজ এ পর্যন্তই।

পিএইচপি কোচিং : পর্ব-৯ :

বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম স্ট্রিং ভেরিয়েবল সম্পর্কে এবং জেনেছিলাম কিভাবে তা ডিক্লেয়ার করতে হয়। কিন্তু এমন যদি হয় যে, দুটি ভেরিয়েবলে সংরক্ষিত ডাটাকে এমনভাবে ব্রাউজারে প্রদর্শন করতে হবে যেন এই ভেরিয়েবলের সংরক্ষিত স্ট্রিং মিলে একটি বাক্য তৈরি করে তবে এ কাজটি কিভাবে করা যায়? আসুন তাইই দেখি। নিচের কোডটি দেখুন।





$txt1="hello everybody, ";

$txt2="how are you all?";

echo $txt1.$txt2;

?>





লক্ষ্য করুন, echo $txt1.$txt2; স্টেটমেন্টে $txt1 ও $txt2 এর মাঝখানে "." ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এই দুইটি ভেরিয়েবলের ডাটাকে একসংগে সংযুক্ত করা হয়েছে এবং echo ফাংশনের মাধ্যমে এই সংযুক্ত ফলাফল ব্রাউজারে প্রদর্শন করা হচ্ছে নিচের মত।

আরেকবার লক্ষ্য রাখতে হবে, কখনই ভেরিয়েবলকে নিচের মত করে অর্থাৎ "" এর মধ্যে লিখবেন না।

echo "txt1";

কারণ এতে ব্রাউজার txt1 কে ভেরিয়েবল না ধরে স্বাভাবিক একটি স্ট্রিং হিসেবে ধরতে পারে এবং এই স্ট্রিংকেই ব্রাউজারে প্রদর্শন করবে।

আর যেকোনো স্ট্রিং বা লাইন যা কোনো ভেরিয়েবলে সংরক্ষন না করে সরাসরি echo ফাংশনের মাধ্যমে ব্রাউজারে প্রদর্শন করতে হলে নিচের মত করে লিখতে হয়।



echo "hello world";

অর্থাৎ, আমরা বলতে পারি শুধুমাত্র স্ট্রিং এর বেলাতেই "" ব্যবহার করা হয় এবং "" এর মধ্যে স্ট্রিঙটি লিখতে হয়।

এখন আপনি যদি দুটি ভেরিয়েবলে সংরক্ষিত স্ট্রিং এবং এদের মধ্যে আরেকটি সাধারণ স্ট্রিংকে একসাথে জোড়া লাগাতে চান তবে এভাবে লিখতে হবে,

$txt . "hello world" . $txt

আর একে ব্রাউজারে প্রদর্শনের জন্য নিচের মত echo ফাংশন ব্যবহার করতে হবে।

echo $txt . "hello world" . $txt;

আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।

পিএইচপি কোচিং: পর্ব-১০ :

বন্ধুরা, আজ আমরা দুইটি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানব। ফাংশন দুইটি হল strlen() ফাংশন এবং strpos() ফাংশন। অবশ্য ফাংশন দুটি বেশ মজারও বটে।

strlen():

এই ফাংশনের কাজ হল যেকোনো স্ট্রিং এর ক্যারেক্টার সংখ্যা নির্ণয় করা। উল্লেখ্য পিএইচপিতে যেকোনো ধরণের বর্ণ,স্পেস,চিহ্ন ইত্যাদিকে ক্যারেক্টার বলা হয়। যেমন, "where are you?" এই স্ট্রিং এ কয়টি ক্যারেক্টার আছে তা জানার জন্য উক্ত স্ট্রিং এই ফাংশন ব্যবহার করে নিচের মত লিখতে হবে।

strlen("where are you?")

এর রেজাল্ট হবে ১৪ কারণ এতে ১৪ টি ক্যারেক্টার আছে। (একটি ? চিহ্ন, ২টি স্পেস এবং ১১টি বর্ণ)

তবে এই রেজাল্টটি ব্রাউজারে প্রদর্শন করতে চাইলে নিচের মত লিখতে হবে।

echo strlen("where are you?");

strpos():

এই ফাংশনের কাজ হল কোনো নির্দিষ্ট স্ট্রিং এ কোনো একটি ক্যারেক্টারের অবস্থান নাম্বার বের করা। নিচের উদাহরনটি লক্ষ্য করুন।

strpos("where are you?","you");

এখানে () এর ভেতর , দিয়ে দুটি স্ট্রিং লেখা হয়েছে। প্রথমে লেখা হয়েছে যে স্ট্রিং এ অবস্থান খুঁজতে হবে সেই স্ট্রিং এবং পরে লেখা হয়েছে যে স্ট্রুইং এর অবস্থান খুঁজতে হবে সেই স্ট্রিং। ফলে এর রেজাল্ট আসবে, ১০। কারণ "you" শব্দের প্রথম ক্যারেক্টার y শুরু হয়েছে ১০ নাম্বার অবস্থানের পর থেকে।

নিচের কোডটি দেখলে আশা করি ব্যাপারটি আরো পরিস্কার হবে।





echo strlen("where are you?");

echo "
";

echo strpos("where are you?","you");

?>





ফলে এর আউটপুট হবে নিচের মত।



কেন এমন হল নিশ্চয়ই বুঝতে পারছেন।

পিএইচপি কোচিং : পর্ব-১১ :

বন্ধুরা, পিএইচপি শেখার ১১ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গতপর্বে আমরা স্ট্রিং সম্পর্কে অনেক কিছু জানলাম, আজ আমরা পিএইচপির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, আর তা হল অপারেটর।

অপারেটর কি? এ প্রশ্নের সহজ জবাব, যা অপারেট করে তাকেই অপারেটর বলে। ইতোমধ্যে আমরা পিএইচপিতে ভেরিয়েবল সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি ভেরিয়েবলে সংখ্যা বা অন্য যেকোনো ধরনের ডাটা থাকতে পারে। কাজের প্রয়োজনে এসব ডাটাকে একটি আরেকটির সাথে যোগ, বিয়োগ,গুণ বা ভাগ বা একটি আরেকটির সাথে তুলনা করার দরকার হয়। আর সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চিহ্ন যেমন +,-,x,/,% ইত্যাদি ব্যবহার করা হয়। এদেরকেই মূলত অপারেটর বলে।

অর্থাৎ, যেসকল চিহ্ন বিভিন্ন ডাটাকে নিয়ে বিভিন্ন ম্যাথমেটিকেল বা তুলনামূলক ক্যালকুলেশন করে তাদেরকেই সহজ কথায় অপারেটর বলা যায়।

আর অপারেটর যেসকল ডাটা নিয়ে কাজ করে তাদের বলে অপারেন্ড।

যেমন,

$a+$b=1000;

উপরের উদাহরনে $a এবং $b এর ডাটাকে নিয়ে কাজ করছে "+"। তাই + একটি অপারেটর, আর + কাজ করছে $a ও $b কে নিয়ে,তাই $a , $b অপারেন্ড।

আবার,$a+$b এবং 1000 নিয়ে কাজ করছে "="। তাই "=" একটি অপারেটর।

অপারেটরকে চারভাগে ভাগ করা যায়।

এরিথমেটিক অপারেটর

এসাইনমেন্ট অপারেটর

কম্প্যারিজন অপারেটর

লজিক্যাল অপারেটর

এরিথমেটিক অপারেটরঃ যেসকল অপারেটর সাধারণত অপারেন্ডগুলোকে যোগ,বিয়োগ,ভাগ,গুন এ ধরনের কাজ করতে ব্যবহার করা হয় তাদেরকে এরিথমেটিক অপারেটর বলা হয়।

চিহ্ন নাম উদাহরন অর্থ

+ যোগ $x+$a দুইটি ভেরিয়েবল x ও aপরস্পর যুক্ত হল

- বিয়োগ $x-$a $x থেকে $a বিয়োগ করা হল

* গুণ $x*$a $x , $a পরস্পর গুণ করা হল

/ ভাগ $x/$a $x কে $a দ্বারা ভাগ করা হল

% মডুলাস $x%$a $x কে $a দ্বারা ভাগ করে ভাগশেষ বের করা হল

++ ইনক্রিমেন্ট $x++ $x এর মান 1 বৃদ্ধি করা হল

- - ডিক্রিমেন্ট $x- - $x এর মান 1 হ্রাস করা হল

বন্ধুরা, আজ এ পর্যন্তই।

পিএইচপি কোচিং : পর্ব-১২ :

বন্ধুরা কেমন আছেন সবাই ? পিএইচপি এর গত কয়েকটি পর্বে আমরা জেনেছি বেরিয়েবল এবং অপারেটর সম্পর্কে। জানতে জানতে অনেকে হয়তো হাঁপিয়ে গেছেন। আসুন এই জানাটাকে আমরা এবার কাজে লাগাই প্রোগ্রাম লেখার মাধ্যমে।

নিচের কোডগুলো লক্ষ্য করুন। অবশ্য শুধু লক্ষ্য করলেই হবে না, নিজে করলে আরো ভালো।






$tm=4;

$nam="Nila";

echo "i have been waiting here for u for " . $tm ." hours. where were u ? ";

echo "
";

echo "i came with ".$nam;

?>





এর আউটপুট হিসেবে ব্রাউজারে নিচের মত পাবেন।



আসুন এবার কোডটা থেকে কিভাবে এমন আউটপুট পাওয়া গেল তা নিয়ে একটু আলোচনা করি।

এই কোডের পিএইচপি অংশে
$tm=4; এর মাধ্যমে একই সাথে $tm নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেই সাথে তার মান হিসেবে ৪ নির্ধারণ করা হয়েছে।

পরের লাইনে $nam="Nila"; এর মাধ্যমে আরেকটি ভেরিয়েবল($name) ডিক্লেয়ার করা হয়েছে এবং এর মান হিসেবে "Nila" স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে।

পরবর্তী লাইনে echo "i have been waiting here for u for " . $tm ." hours. where were u ? "; এ লেখাটির ফলে ব্রাউজারে i have been waiting here for u for 4 hours. where were u ? লেখাটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে echo "i have been waiting here for u for " কোডটির জন্য ব্রাউজারে i have been waiting here for u for এই অংশটুকু দেখাচ্ছে। এখানেই শেষ নয়। $tm ভেরিয়েবলে সংরক্ষিত ডাটাকে("4") যোগ করা হয়েছে "." এর মাধ্যমে echo কমান্ডের মাধ্যমে প্রদর্শিত আগের লাইনের সাথে। ফলে $tm ভেরিয়েবলে সংরক্ষিত ডাটাও ব্রাউজারে দেখা যাবে i have been waiting here for u for এই অংশের পরেই। এখানে কোডে "." যোগ করার কাজ করছে। পরবর্তীতে আবারো "." এর মাধ্যমে " hours. where were u ? " এই লেখাটিকে যোগ করা হচ্ছে যেনো এই লেখাটিও ব্রাউজারে দেখায়।

সব মিলিয়ে "i have been waiting here for u for " . $tm ." hours. where were u ? " এই অংশকে echo ফাংশন বা কমান্ডের মাধ্যমে ব্রাউজারে দেখানো হয় যার আউটপুট হয়।

i have been waiting here for u for 4 hours. where were u ?


পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় echo "
"; ব্যবহারের ফলে ২য় লাইনের লেখাটি আপনারে নিচের লাইনের দেখতে পাচ্ছেন।

পরের লাইনে echo "i came with ".$nam; এই কোডটিও আগের লাইনের মতই কাজ করে।

বন্ধুরা, আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন।

পিএইচপি কোচিং : পর্ব-১৩ :

বন্ধুরা, গতপর্বে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখেছিলাম, কিভাবে ভেরিয়েবল ব্যবহার করতে হয় এবং কিভাবে একে অন্য কোনো স্ট্রিং এর সাথে একইসাথে ব্রাউজারে প্রদর্শন করা যায়। আজ আমরা দেখবে। ভেরিয়েবল, অপারেটর, সমীকরন ইত্যাদি কিভাবে কাজ করে। আসুন তাহলে শুরু করা যাক।

নিচের কোডটি লক্ষ্য করুন।





$rm=2;

$ng=3;

echo "the sum of ".$rm. " and ". $ng ." is";

echo "
";

echo $rm+$ng;

?>





এই লেখাটি নোটপ্যাডে লিখে যেকোনো নামে .php এক্সটেনশান দিয়ে htdocs ফোল্ডারে সেভ করে ব্রাউজারে রান করলে নিচের মত পাবেন।



এখানে $rm=2; এর মাধ্যমে $rm নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এর মান "2" নির্ধারণ করা হয়েছে। একইভাবে $ng=3; এর মাধ্যমে $ng ভেরিয়েবলের মান "3" নির্ধারণ করা হয়েছে।

echo "the sum of ".$rm. " and ". $ng ." is"; এর মাধ্যমে ব্রাউজারে the sum of 2 and 3 is এই লেখাটি প্রদর্শিত হচ্ছে। কিভাবে হচ্ছে তা পূর্বের পর্বে আলোচনা করা হয়েছে।

echo "
"; এর মাধ্যমে লাইন ব্রেক করা হয়েছে ।

echo $rm+$ng; এই লাইনে লেখা হয়েছে $rm+$ng, এই অংশের ফলে $rm এবং $nm এই দুই ভেরিয়েবলে সংরক্ষিত ডাটা যোগ করা হয়েছে। echo ফাংশনের মাধ্যমে $rm+$ng এর ফলাফল ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে।

উল্লেক্য এক্ষেত্রে echo $rm+$ng; না লিখে echo "$rm+$ng"; লিখা হলে ব্রাউজারে নিচের মত ফলাফল আসত।




এর কারণ "" চিহ্নের ভেতর ভেরিয়েবলগুলো ভেরিয়েবলের মতই কাজ করে এবং এদের মান ব্রাউজারে প্রদর্শিত হয় কিন্ত, এছাড়া অন্য যেকোনো লেখাই "" এর ভেতর স্ট্রিং হিসেবে ধরে নেয়া হয় এবং এজন্য "+" চিহ্নকেও অপারেটর হিসেবে নয় বরং একটি সাধারণ স্ট্রিং হিসেবেই ধরে নেয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।

বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Friday, February 3, 2012

4G Coming In December 2012 3G In March Bangladesh

4G Coming In December 2012 3G In March Bangladesh
Posts and Telecommunications Minister Rajiuddin
Ahmed Raju Tuesday said the fourth-generation (4G)
technology phone network will be launched in Bangladesh by
December next.
He also said: “The third-generation (3G) mobile phone
network will be started in the country by two to three
months.”
The minister disclosed this while replying to a
supplementary question made by lawmaker Mustaque
Ahmed Ruhi at the question-answer session of the
parliament.
“There is a possibility of reducing mobile call charge after
completing the cost modeling project implemented by the
assistance of International Telecommunication Unit (ITU), ”
said Raju responding to another question of Nazim Uddin
Ahmed MP.
Bangladesh Telecommunications Regulatory Commission
(BTRC) Chairman Major General (retd) Zia Ahmed said
tender will be invited for providing 3-G license in June next.
The BTRC chief said this at a press conference held in the
city on Tuesday. In this respect, a guideline will be sent to
the ministry soon, he added.

Bangladesh Finance Ministry opens Electronic Fund Transfer

Electronic Fund Transfer (ETF) was introduced in
the Ministry of Finance Wednesday as part of its financial
service automation.
According to the ministry sources, monthly salary of the
officers and staffs of Finance Division and Banking Division
under the Ministry of Finance has been transferred to their
respective bank accounts using Integrated Budget and
Accounting System (iBAS) and Bangladesh Electronic Fund
Transfer Network (BEFTN).
Deepening Medium Term Budget Framework and
Strengthening Financial Accountability Project under Finance
Division is providing technical support in automation of the
financial service, sources added.
Initiatives have been taken to expand Electronic Fund
Transfer for other government offices of Dhaka city and
divisional cities across the country within next six months.

Saturday, January 21, 2012

দেশে নকিয়ার ৪টি নতুন মডেল

দেশে নকিয়ার ৪টি নতুন মডেল





এবারে নকিয়া বাংলাদেশে নিয়ে এল চারটি ভিন্ন ধরনের মোবাইল ফোন। বৈশিষ্ট্যগুণ আর দামের তুলনায় প্রতিটি সেটই মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। আশ সিরিজের উন্মোচিত মডেলগুলো হচ্ছে আশা৩০৩, আশা৩০০, আশা২০০ এবং আশা২০১।

বাংলাদেশে নকিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বাংলানিউজকে বলেন, নকিয়া বাংলাদেশে সব সময়ই মধ্যআয়ের ক্রেতাদের জন্য চমকপ্রদ সব সেট নিয়ে হাজির হয়। এবারও ব্যক্তিক্রম কিছু উদ্ভাবনী মডেল নিয়ে নকিয়া দেশের বাজারে নিজের অবস্থার সুদৃঢ় করবে।

নকিয়ার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই নতুন কোনো মডেল আনতে নকিয়া যথেষ্ট গবেষণা করে। আর নকিয়া জনপ্রিয় হয়ে ওঠার এটাও অন্যতম কারণ। নকিয়া সব সময়ই বহুমাত্রিক মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়।

এ ছাড়াও সাধারণ মোবাইল ভোক্তাদের জন্য ইন্টারনেট ব্যবহারকে সহজলভ্য করতেও নকিয়া নিরলস কাজ করছে। এরই মধ্যে নকিয়া অনলাইন স্টোরের মাধ্যমে ভক্তদের জন্য হাজারো অ্যাপলিকেশন বিনামূল্যে ডাউনলোডের সুব্যবস্থা করছে।

‘আশা’ অর্থ প্রত্যাশা। আশার মধ্যদিয়ে নকিয়ার সব সময়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। এর মাধ্যমে নকিয়া লাখো গ্রাহকের সঙ্গে নতুনভাবে যোগাযোগ করার সঙ্গে তাদের প্রত্যাশাকেও স্পর্শ করতে সক্ষম হবে।

নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, নকিয়া আশার এবারের লক্ষ্য ১০০ কোটি গ্রাহকের মাইলফলক। এ ছাড়াও আশার প্রতিটি গ্রাহকের ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নকিয়া কাজ করছে।

নকিয়ার ‘আশা’ সিরিজ স্মার্টফোন এবং ফিচার ফোনের মধ্যে সমন্বয় করেছে। একটি ব্র্যান্ডেড স্মার্টফোন কেনা অনেক সময়ই ব্যয়বহুল। কিন্তু এখন নকিয়া আশার মাধ্যমে একজন গ্রাহক খুব সহজেই স্মার্টার মোবাইল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

কারণ আশা নকিয়া স্টোরের সাহায্য গ্রাহককে বিনামূল্যে হাজারো অ্যাপলিকেশনে প্রবেশের সুযোগ করে দেবে। এ সুযোগ ডিভাইসকে আরও বেশি গ্রাহকবান্ধব করে তুলতে সহয়ক হবে।

নকিয়া বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার রাহাত আহমেদ বলেন, ওয়েদার নাও, স্টক অ্যাসিস্ট এবং স্কোরবোর্ডের মতো স্থানীয় ও কাস্টমাইজড অ্যাপ্লিকেশন ছাড়াও প্রতিমাসে ২৫ লাখ অ্যাপস ডাউনলোডের মাধ্যমে নকিয়া বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে।

এ মুর্হূতে নকিয়া ‘আশা২০১’ মডেলের দাম ৯ হাজার ৮৫০, ‘আশা২০০’ মডেল ৭ হাজার ৩০০ এবং ‘আশা৩০০’ মডেলের দাম ৯ হাজার ৮৫০ টাকা। এরই মধ্যে নতুন এ মডেলগুলো বসুন্ধরা সিটির নকিয়া আউটলেটে পাওয়া যাচ্ছে।

আশা-৩০৩ :.

এটি নকিয়ার ‘টাচ অ্যান্ড টাইপ’ সিরিজের প্রথম মোবাইল ফোন। এর অবয়ব বেশ মসৃন। এতে আছে উচ্চমানের কোয়ার্টি কিবোর্ড এবং ২.৬ ইঞ্চি টাচস্ক্রিন।

সামাজিক যোগাযোগে অনবদ্য করেই নকিয়া ‘আশা৩০৩’ ডিজাইন করা হয়েছে। বিনোদন এবং অ্যাপলিকেশন হচ্ছে ‘আশা৩০৩’ মডেলের অবিচ্ছেদ্য মাধ্যম। এতে আছে জনপ্রিয় সোশ্যাল মোবাইল গেম অ্যাঙ্গরি বার্ডস লাইট এবং কামস প্রিইন্সটলড।

অ্যাপলিকেশনের মধ্যে আছে ফেসবুক চ্যাট, হোয়াটস আপ ম্যাসেজিং এবং নির্বাচিত বাজারে নকিয়া ম্যাপস সিরিজের ৪০টি অ্যাপস। এগুলো এ সেটে সহজেই ব্যবহার করা যায়। এ মুহূর্তে ‘আশা৩০৩’ মডেলের দাম ১৩ হাজার ৭০০ টাকা।

আশা-৩০০ :.
সুদৃশ্য অবয়কের ‘আশা ৩০০’ মডেলের একটি টাচ ডিভাইস। এটি একই সঙ্গে একটি কিপ্যাডেরও সুবিধা দিচ্ছে। সঙ্গে আছে শক্তিশালী ১ গিগাহার্টজ প্রসেসর, দ্রুত ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কিং নিশ্চিতে আছে থ্রিজি।

নকিয়া ব্রাউজার ওয়েব পেজকে শতকরা ৯০ ভাগ পর্যন্ত সংকুচিত করে দ্রুত, সহজ এবং আঞ্চলিকত ইন্টারনেটমাধ্যমে প্রবেশযোগ্য করে তোলে।

এ মডেলে আরও আছে হোমস্ক্রিন থেকে দ্রুত মেসেজিং, ইমেইল এবং তাৎক্ষণিক বার্তা সুবিধা। আছে নকিয়া স্টোর থেকে অ্যাপলিকেশন, মিউজিক এবং গেমস ডাউনলোড সুবিধা। প্রতিটি নকিয়া আশা মডেলে জনপ্রিয় অ্যাঙ্গরি বার্ড গেম প্রিলোডেড হিসেবে পাওয়া যাবে।

‘আশা৩০০’ মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, মিউজিক প্লেয়ার, এফএম রেডিও, ব্লুটুথ এবং ৩২ গিগবাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানোর কার্ড সুবিধা। এ মুহূর্তে দাম ৯ হাজার ৮৫০ টাকা।

আশা-২০০ :.
আশা২০০ মডেল হচ্ছে নকিয়ার সর্বশেষ ডুয়্যাল সিমযুক্ত ফোন। বিশেষ সুবিধা ফোন বন্ধ না করেই দ্বিতীয় সিম ব্যবহারের সুবিধা।

তরুণ ও আধুনিক গ্রাহকের চাহিদা পূরণে এ মডেলে আছে কোয়ার্টি কিবোর্ড। নকিয়া আশা২০০ মডেলের বহুবিদ সুবিধার মধ্যে আছে সোশ্যাল নেটওয়ার্কিং, ইমেইল, আইএম, রেনরেন, অরকুট এবং ফ্লিকার।

কারিগরি বৈশিষ্ট্যেয় আছে ৩২ গিগাবাইট মেমোরি কার্ড। এতে হাজারো গান ধারণ করা সম্ভব। ৫২ ঘণ্টা প্লেব্যাক টাইম। এ মুহূর্তে দাম ৭ হাজার ৩০০ টাকা।

আশা-২০১ :.
সিঙ্গেল সিমের নকিয়া আশা২০১ মডেল তরুণ প্রজন্মের গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি। সামাজিক নেটওয়ার্ক ভক্ত, মূল্য সচেতন এবং সঙ্গীতে অনুরাগীদের কথা ভেবেই এ সেট তৈরি। এ মডেলে আছে সুস্পষ্ট সঙ্গীত আবহ, উচ্চমানের লাউডস্পিকার, এফএম রেডিও এবং রিংটোন টিউনিং।

কারিগরি বৈশিষ্ট্যেয় নকিয়ার নিজস্ব ব্রাউজারের দ্রুত ইন্টারনেট, সহজবোধ্য ইন্টারফেস, ৩২ গিগাবাইট সমর্থিত মেমোরি কার্ড, ৫২ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম ব্যাটারি, পুশ ইমেইল এবং হোয়াটসআপ মেসেজিং অ্যাপলিকেশন সুবিধা। এ মুহূর্তে দাম ৯ হাজার ৮৫০ টাকা।

Second Submarine Cable Coming by 2014 In Bangladesh


Second Submarine Cable Coming by 2014 In Bangladesh

Bangladesh will be connected to its second submarine cable in 2014.



The state-owned Bangladesh Submarine Cable Company Limited is preparing to complete all related work within Dec 2014, the company's director Manwar Hossain told bdnews24.com on Sunday.

The telecom ministry recently issued instructions to BSCCL on how it should collect the funds for this project.

The company is in charge of the only submarine cable connecting Bangladesh to the world, a cable consortium of 16 countries, the South East Asia-Middle East-Western Europe-4 or SEA-ME-WE 4.

In 2014, Bangladesh will be connected to SEA-ME-WE 5.

Manwar Hossain said telecommunications and internet connectivity gets hampered if the SEA-ME-WE 4 suffers any damage.

"Once SEA-ME-WE 5 is connected, there will be no such trouble," he said.

On Oct 14 in Singapore last year, BSCCL had held a meeting with possible partners to lay the SEA-ME-WE 5, officials said.

They said primarily six companies had signed MoUs to participate in the consortium. The new cable would use the latest 100G technology.

They said there was a possibility that the cable would extend to Myanmar as well, whereby Bangladesh would have a smaller share of maintenance cost.

The telecom ministry has laid down three conditions for raising funds for the project, Manwar said.

"The government will not fund the project nor provide any bank guarantees, no loans can be taken from internal sources," he said.

"The project will cost us about Tk 4.5 billion. BSCCL can provide Tk 2.5 billion from its own fund, and the rest can be raised from the share market," he added.

Besides, funds can also be acquired from public-private partnership and low-interest loans from Islamic Development Bank or International Monetary Fund.

Retain Number While Switching To a Different Mobile Phone Operator Comning 2012

Retain Number While Switching To a Different Mobile Phone Operator Comning 2012
The parliamentary standing committee on the telecom ministry has recommended the industry watchdog to introduce mobile number portability (MNP) service by 2012.

MNP is a service that allows cell phone users to retain their number while switching to a different mobile operator.

The committee made the recommendations at a meeting on Sunday, with its chief Hasanul Haque Inu in the chair.

After the meeting, Inu told reporters that MNP had been introduced in many countries a decade back. "A four-member committee led by a director has been formed to prepare a guideline on number portability which is about to be finished," he added.

Bangladesh's six mobile phone operators currently have around 80 million subscribers.

The meeting was attended, among others, by whip A S M Firoj, Abdul Odud, Khalid Mahmud Chowdhury, Nazrul Islam Babu and Muazzem Hossain Ratan.